।। মিঠুন ভট্টাচার্য।।
(C)Image:ছবিঋণ |
অনেক আব্দার জমে
আমি পাহাড় হই।
আমি প্রশ্রয় দিই
নদীকে
আমার শরীরের ঢাল বেয়ে নেমে যেতে।
আমার উচ্চতায়
হিমশীতল স্পর্শ,
বসন্তের আবহে
কাঁপুনি ধরা রোমাঞ্চ।
যেতে যেতে মাটির উষ্ণতা নিয়ে
সমতলে বয়ে যায়
ঈষদুষ্ণ জল।
আস্তানায় মিশে
লোনাজলে বিস্বাদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন