“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ১১ মার্চ, ২০২২

নদী -কথা


।। মিঠুন ভট্টাচার্য।।

(C)Image:ছবিঋণ


 

 

 

 

 

অনেক আব্দার জমে
আমি পাহাড় হই।
আমি প্রশ্রয় দিই
নদীকে
আমার শরীরের ঢাল বেয়ে নেমে যেতে।
আমার উচ্চতায়
হিমশীতল স্পর্শ,
বসন্তের আবহে
কাঁপুনি ধরা রোমাঞ্চ।
যেতে যেতে মাটির উষ্ণতা নিয়ে
সমতলে বয়ে যায়
ঈষদুষ্ণ জল।
আস্তানায় মিশে
লোনাজলে বিস্বাদ।
       

 

কোন মন্তব্য নেই: