।। মিঠুন ভট্টাচার্য ।।
(C)Image loan:ছবিঋণ |
ইচ্ছে হয় -
আবীর হয়ে
চুলে মুখ গুঁজে থাকি,
মেজেন্টা রঙে
গালে লেপ্টে থাকি
অনন্ত।
ইচ্ছে হয় -
তোমার কথাশব্দের ঝরনায়
বয়ে যাই,
বৃষ্টি হয়ে
উত্তাপ শুষে নিই,
শ্রাবণধারায়
সবুজে ভরিয়ে দিই।
ইচ্ছে হয়-
শরত-শিউলি গন্ধে
নাকফুল হই,
শীতের কাঁথায় সুতো হয়ে
পিঁপড়ের মত ছুঁয়ে যাই।
আবার ইচ্ছে জাগে
বসন্তের পরাগ হয়ে গায়ে জড়াই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন