“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২

ইচ্ছে পাখি

।। মিঠুন ভট্টাচার্য ।।

(C)Image loan:ছবিঋণ


 

 

 

 

 

 

 

ইচ্ছে হয় -
আবীর হয়ে
চুলে মুখ গুঁজে থাকি,
মেজেন্টা রঙে
গালে লেপ্টে থাকি
অনন্ত।
 ইচ্ছে হয় -
তোমার কথাশব্দের ঝরনায়
বয়ে যাই,
বৃষ্টি হয়ে
উত্তাপ  শুষে নিই,
শ্রাবণধারায়
সবুজে ভরিয়ে দিই।
ইচ্ছে হয়-
শরত-শিউলি গন্ধে
নাকফুল হই,
শীতের কাঁথায় সুতো হয়ে
পিঁপড়ের মত ছুঁয়ে যাই।
আবার  ইচ্ছে জাগে
বসন্তের পরাগ হয়ে গায়ে জড়াই।
 


কোন মন্তব্য নেই: