“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২

শীত কিশোরী

।। মিঠুন ভট্টাচার্য।।

 

 

(C)Image:ছবি

 

 

 

 

 

 

 

 

ভালো লাগার মেখলায়

আমি থাকি।

আমি থাকি

তোমার মনের প্রশ্নপর্বে,

উত্তরমালার

শুকনো কালির আঁচড়ে। 

আমি হারিয়ে যাই

তারুণ্যের বস্তির

একচালায়।

রাত পোহালে,

আলসেমির ভোরে

হালকা আলো নিয়ে পিছু নিই,

কিছু পরে....,.. 

ঝিমিয়ে

কুয়াশা দিনের উত্তাপ নিতে

লেপমুড়ি দিই।

জেগে উঠে দেখি

ঘড়ির কাঁটা

১২ ছুঁইছুঁই।

তবু ইচ্ছে করে

আবার কিশোর হই,

হাত ধরে বেড়িয়ে পড়ি,

মন্দ তো নয়

কুয়াশায় শীতবিলাস।

কোন মন্তব্য নেই: