।। মিঠুন ভট্টাচার্য।।
ভালো লাগার মেখলায়
আমি থাকি।
আমি থাকি
তোমার মনের প্রশ্নপর্বে,
উত্তরমালার
শুকনো কালির আঁচড়ে।
আমি হারিয়ে যাই
তারুণ্যের বস্তির
একচালায়।
রাত পোহালে,
আলসেমির ভোরে
হালকা আলো নিয়ে পিছু নিই,
কিছু পরে....,..
ঝিমিয়ে
কুয়াশা দিনের উত্তাপ নিতে
লেপমুড়ি দিই।
জেগে উঠে দেখি
ঘড়ির কাঁটা
১২ ছুঁইছুঁই।
তবু ইচ্ছে করে
আবার কিশোর হই,
হাত ধরে বেড়িয়ে পড়ি,
মন্দ তো নয়
কুয়াশায় শীতবিলাস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন