“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ৬ মার্চ, ২০২১

চড়

 ।। অনিমেশ দে।।

(C)Image:ছবি


 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
রা ভালো লোক নয়!
তোমার রাস্তা আগলে তোমার গাল টিপে ধরে।
কান্না চেপে মাথা নিচু করে
যখন তুমি এগিয়ে যাও
হাসাহাসি করে - 
ওরা ভালো লোক নয়!

মনে রেখো
তোমার বুকের বাঁ দিকটায়
আছে প্রচণ্ড জোর
সে জোর আগামীকাল
হাতের কব্জিতে এনো
আর জোর সপাটে দিও এক চড়

প্রচণ্ড জোর এক চড়
সে-চড়ের কম্পন তার শিরদাঁড়া বেয়ে নামবে
চোখে জল, মুখে অপমান ফুটে উঠবে

সে-চড়ের ধ্বনি বেজে উঠবে সে-মায়ের গালে
যে তার ছেলেকে দরজায় খিল দিয়ে বেঁধে রেখেছিল
কচি দাড়ি গালে নিয়ে যেদিন সে
আয়নার সামনে দিদির সালোয়ার পরেছিল

সে-চড় ওই বাপের গালে পড়বে
যে তার মেয়েকে কাল বেধড়ক পিটিয়েছিল
যখন সে মোড়ের দোকানের আদুরে ছেলেটাকে
হিজাব নামিয়ে ভিডিও কল করেছিল

সে-চড় পড়বে ওই মহিলার গালে
পর পর তিন-তিনটে ফুটফুটে মেয়ে জন্মানোর পরে
ছেলের কানে কানে ফিসফিস করে
দ্বিতীয় পুত্রবধূর আলাপ এনেছিল

সে-চড় কাঁপাবে ত্রিভুবন
ধুইয়ে দেবে তোমার প্রতি ছুটে আসা 
সহস্র বছর পুরনো
ওই এক সতীত্বের তির্যক প্রশ্ন

সে-চড় চাগাবে অভিমান
জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করবে
ইনিয়ে বিনিয়ে ধুয়ে মুছে পেশ করা
তোমার পরিচয়ের কৈফিয়ৎ!

কোন মন্তব্য নেই: