“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ২৪ আগস্ট, ২০১৯

নদীটি সাপের মত

।। অভীককুমার দে।।

অনলাইন ভেবে হাত বাড়ালেই
যৌগিক আসনে বুঁদ শরীর মরা গাছের মত,

লাশের জঙ্গলে প্রতারণার আগুন,
স্বাধীনতার মন্ত্র পাঠ শেষে সুমনের ভেতরেও রাক্ষস জন্মায়,
অতঃপর আমাজনের মতই জ্বালিয়ে মারে।

এসময় মরা জঙ্গলের ভাঙা বুক খোঁজে কে !

অফলাইন থেকে কেউ ডেকে বলছে-
কোথাও সবুজ নেই আর
বাতাসে ভাসছে পোড়া মানুষের ছাই
শুকনো নদীটি সাপের মত
প্যাঁচিয়ে আছে গলা।

কোন মন্তব্য নেই: