।। অভীককুমার দে।।
অনলাইন ভেবে হাত বাড়ালেই
যৌগিক আসনে বুঁদ শরীর মরা গাছের মত,
লাশের জঙ্গলে প্রতারণার আগুন,
স্বাধীনতার মন্ত্র পাঠ শেষে সুমনের ভেতরেও রাক্ষস জন্মায়,
অতঃপর আমাজনের মতই জ্বালিয়ে মারে।
এসময় মরা জঙ্গলের ভাঙা বুক খোঁজে কে !
অফলাইন থেকে কেউ ডেকে বলছে-
কোথাও সবুজ নেই আর
বাতাসে ভাসছে পোড়া মানুষের ছাই
শুকনো নদীটি সাপের মত
প্যাঁচিয়ে আছে গলা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন