(C)image:ছবি |
তোমায় উৎসর্গ করলাম
তুমি -
দুঃখ ভাসিয়ে দিও
সবচেয়ে গম্ভীর পাহাড়
আজ থেকে তোমার
তুমি ওখানে সুখ এঁকে রেখো
আমার প্রিয় হলুদ পাখীটা
আজ তোমার নামে ছাড়লাম
ওর পাতলা নরম ঠোঁটে
তোমার স্বপ্ন গুঁজে দিও।
এর পর তুমি এসো ...
(C)image:ছবি |
.. ..আমরা ভারতবাসি......... .
পেটে ক্ষুধা,মুখে হাসি-
.........দেশ'কে তবু ভালবাসি,
বেঁচে থেকে বানে ভাসি--
........মরে গেলে স্বর্গবাসী,
আমরা কিনা ভারতবাসি!
বিয়ের পরে "মা" দাসি,
.....,.বউ'কে ভীষণ ভালবাসি,
প্রতিবছর ঘুরে আসি--
.......পূণ্য পেতে গয়া কাশি,
আমরা কিনা ভারতবাসি!
গুণের চেয়ে গুণী বেশি,
........মুসলিম'রা ত বাংলাদেশি,
সীমান্তে যারা রক্ত খায়;
.......তারাই কিনা প্রতিবেশি?
ভোজন সেড়ে ফিরে আসি--
......আমরা কিনা ভারতবাসি!
সাদা'র চেয়ে কালো বেশী,
.........নেতা'রা সবাই পূর্ণশশী,
কাজের চেয়ে কথা বেশী--
.......বিড়াল কিনা বাঘের মাসি?
আমরা কিনা ভারতবাসি!
চুর ডাকাত পাশাপাশি--
...........গণতন্ত্র সর্বনাশী,
নীর্বাচনে "মা" আর "মাসি"--
.......সত্তা পেলে গরু পুষি?
আমরা কিনা ভারতবাসি!
আদেশ করি যখন খুশি,
,.......ইচ্ছে মতন হাওয়ায় ভাসি,
বাপের মাল,দেশ কাঙ্গাল--
............চতূর্সীমা ঘুরে আসি,
আমরা কিনা ভারতবাসি!
প্রতিশ্রুতি পেয়ে খুশি,
.......ঠকে গিয়ে কপাল দোষি,
মায়াপদ্মে সর্প লুকায়--
......মারে ছোঁবল প্রাণনাশী?
আমরা কিনা ভারতবাসি!
জনসংখ্যা অনেক বেশী,
........ধর্মের নামে মরেই খুশি,
অস্ত্র নয় কলম দোষী--
..........আমি এবার সন্ত্রাসী ;
আজ্ঞা পেলে ঘুরে আসি--
.......দেশ"কে সবাই ভালবাসি |
...............সোজা মজুমদার...........
(C)Image:ছবি |