“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৩

কার বাপের সম্পত্তি ?


(c)ছবি
         শিলচর জেলা ক্রীড়া সংস্থার মাঠ ( Silchar DSA  ) দেখতে গিয়ে আমরা তিন বন্ধু চরম হেনস্থার শিকার হয়ে গেলাম আমাদের দূর থেকে মাঠ দেখতে দেওয়া তো হয়ইনি বরং সেখানে আর  না আসার হুমকি দেওয়া হল । আর সঙ্গে অশ্লীল গালিগালাজ ও আমাদের বন্ধু বিশ্বকল্যাণ পুরকায়স্থের উপর হাতাহাতি করতেও ওরা এগিয়ে আসে । আমরা ঘটনার প্রতিবাদ করলে মাঠের ওই দুই কর্মী এই মাঠ তাদের বাপের সম্পত্তি বলে আমাদের হুমকি দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয় । শিলচর শহরের সভ্য নাগরিক এবং ছাত্র হিসেবে আমাদের একটাই প্রশ্ন , আজকাল শিলচর শহরের মাঠ দেখতে গেলেও কী অশ্লীল ব্যাবহার ও হাতাহাতির সম্মুখীন হতে হবে ? সেখানে তো আজকাল প্রকাশ্যে দাদাগিরি চলছে ! এ মাঠ কী সত্যি ওদের বাপের সম্পত্তি ? কে তাদের অধিকার দিয়েছে অশ্লীল গালিগালাজ ও হাতাহাতি করার ?
                            
                                           --- রাজেশ শর্মা ,
                                               বিশ্বকল্যাণ পুরকায়স্থ,
                                               সূর্যতপ নাথ ।
      ( লিটিল ম্যাগাজিন সম্পাদক – ‘ পাগলবনে’ কবিতার অভয়ারণ্য )

কোন মন্তব্য নেই: