“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ২৯ জুলাই, ২০১৩

বাসা বদল

।।মিফতাহ উদ্দীন।।



 
  মার রূহ বেরিয়ে যেতেই শুরু হয়ে যাবে এক মহা ব্যস্ততা,
কোদাল, শাবল আর দা’র হবে জোগাড়
পারিবারিক গোরস্থানে আন্দাজ করে এক জায়গা হবে ঠিক,
যেখানে সমকালে হয়নি কারুর দাফন
সাড়ে তিন হাত মাপ নিয়ে শুরু হবে আয়তাকার এক বাসার কাজ
কেটলি ভরে চা আসবে কারিগরদের জন্য
গ্রামের বিভিন্ন বয়সি জুটির ও হবে পাল করে আগমন
আমার নতুন ঘর দেখতে, কেউ কেউ টিপ্পনীও কাটবেন।
দেখতে দেখতে আমার ঘর হয়ে যাবে পুরো।
আমাকে হয়তো স্নান করিয়ে তখন শুইয়ে রাখা হয়েছে খাটে
সুরা ইয়াসিন আর আগর বাতিতে আমার চারিদিক নেবে এক অপার্থিব রূপ
তারই মাঝে কচি কাঁচাদের থাকবে এক অনাবিল আনন্দ
বন্ধুময় চারিদিক যেন তাঁদের জন্য এক বিশেষ পাওনা।
এমন অকৃত্রিম আনন্দ আর কিছু বিশেষ বুক ফাটা বিষাদের মাঝখান দিয়ে
চারজনের কাঁধে ভর দিয়ে আমি বাসা বদল করে নেবো চুপচাপ।

২৮শে জুলাই, ২০১৩
মাদ্রাজ

কোন মন্তব্য নেই: