“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৩

জয় বাংলা

!!সপ্তর্ষি বিশ্বাস !!

মহান এড্‌মিনের পদে করি নিবেদন

“আদর্শ” লিপির কথা কহিব এখন
ফেবুর চরণে করি শতেক প্রণাম
বিচিত্র কাহিনী এই আমি বর্ণিলাম।।


শুনেন শুনেন বন্ধুগণ শুনেন দিয়া মন
ভালো কথা এখান আমি করিব বর্ণন।

সারাদিন ফেবুহীন আছিলাম একা
গু্গুলের ক্রোমে ফেবু যাইলো না দেখা।

কি যে করি দুখে মরি নাহি পাই কূল
ফায়ারফক্স এ অবশেষে যাইলাম ব্যাকুল।

গুণী চাঁদা সুশান্তদা ছিলেন মাতিতে
তাঁরে দেখে আইল প্রান আবার ছাতিতে।

দুঃখের গাথা হইল পাতা, শুনলেন দিয়া মন
ফায়ারফক্সের গুন দিলেন বর্ণন।

লিপি হইলো ডাউনলোড “আদর্শ” যার নাম
বাংলাভাষা এমন খাসা দেখিতে তামাম।

বন্ধু যারা বাংলা ছাড়া চলে না জীবন
এই লিপিতে লিখুন সবে “ঈশানে” এখন!!

আমারে করেন দোয়া লাইক্‌ দিয়া পাতে
তারপরে নিদ্রা যান সুখে আজ রাতে।।

কোন মন্তব্য নেই: