।। প্রতিবেদকঃ সুশান্ত কর।।
সম্প্রতি ব্যাতিক্রমমাসডোর উদ্যোগে এবং রাজ্য সরকারের জনসংযোগ দপ্তর ও নিডস কাস্টমার কেয়ার কার্ডসের সহযোগিতাতে গুয়াহাটিতে ‘গানের কারিগর’ নামের একটি কর্মশালার আয়োজন হয়ে গেল। ১১ থেকে ১৩ জুলাই, ২০১৩ এই তিনদিনের কর্মশালা সঞ্চালন করেছিলেন বাংলা গানের সুপরিচিত শিল্পী নচিকেতা চক্রবর্তী। এমনিতে ব্যতিক্রম মাসডো মাসে প্রায় দু’টো করে রাজ্যের বা দেশের বিভিন্ন জায়গাতে এমন অনুষ্ঠান করেই থাকে। কোথাও কর্মশালা, তো কোথাও আলোচনা চক্র। সঙ্গে থাকে এদের বই প্রকাশ। অসমে বাণিজ্যিকভাবে বাংলা বই প্রকাশের সূচনাও করেছিল ভিকি পাব্লিশার্স এবং জোয়ারও এনেছে তাঁরা। ‘ব্যতিক্রম’ এই প্রকাশন সংস্থার নিয়মিত মাসিক পত্রিকার নাম। সম্পাদনা করেন সৌমেন ভারতীয়া, প্রকাশনার দায়িত্ব সামাল দেন পিন্টু গুপ্ত। ব্যতিক্রম মাসডো তাদেরই শাখা সংগঠন। এবারের কর্মশালার শেষে তেমন বই প্রকাশ হয় নি বটে। এ ছিল সংস্থার নবম বর্ষপূর্তি অনুষ্ঠান। তাই চারজন কৃতী ব্যক্তিত্বকে ব্যতিক্রম সম্মানে সম্মানিত করা হলো, সেই সঙ্গে ছিল নচিকেতার গান এবং জাহ্নবী চৌধুরীর একক নাচের অনুষ্ঠান। পাশাপাশি রাজ্যের কিছু কৃতী চিত্রশিল্পীর আঁকা ছবির প্রদর্শনী এবং বিক্রির ব্যবস্থা করেছিল ব্যতিক্রম। এই শিল্পীদের মধ্যে ছিলেন ননী বরপূজারী, দিপঙ্কর কর, অদিতি চক্রবর্তী, দাদুল চালিহা, চম্পক বরবরা এবং মীনাক্ষী বরগোঁহাই।
সব সময় খবর পেলেও এদের অনুষ্ঠানে যাওয়া হয়ে উঠেনা। এবারে যাওয়া হলো, তার কারণ সংযোগটি ভালো জুটে গেল। আমার গ্রীষ্মের বন্ধের শেষ হবে, মেয়ে পৌষালির শুরু হলো –এই এক সপ্তাহ পাওয়া গেল। শিলঙে গিয়ে পারিবারিক ছুটি কাটানো হলো দিন দুই। ফেরার পথে এই কর্মশালাতে মেয়ে অংশ নিল। সঙ্গে আমরা ওর মা-বাবা ফাউ হিসেবে গোটা অনুষ্ঠান উপভোগ করলাম।
আমাদের শিলং চেরাপুঞ্জী ভ্রমণের কিছু ছবি দেখা যাবে এখানেঃ
সম্প্রতি ব্যাতিক্রমমাসডোর উদ্যোগে এবং রাজ্য সরকারের জনসংযোগ দপ্তর ও নিডস কাস্টমার কেয়ার কার্ডসের সহযোগিতাতে গুয়াহাটিতে ‘গানের কারিগর’ নামের একটি কর্মশালার আয়োজন হয়ে গেল। ১১ থেকে ১৩ জুলাই, ২০১৩ এই তিনদিনের কর্মশালা সঞ্চালন করেছিলেন বাংলা গানের সুপরিচিত শিল্পী নচিকেতা চক্রবর্তী। এমনিতে ব্যতিক্রম মাসডো মাসে প্রায় দু’টো করে রাজ্যের বা দেশের বিভিন্ন জায়গাতে এমন অনুষ্ঠান করেই থাকে। কোথাও কর্মশালা, তো কোথাও আলোচনা চক্র। সঙ্গে থাকে এদের বই প্রকাশ। অসমে বাণিজ্যিকভাবে বাংলা বই প্রকাশের সূচনাও করেছিল ভিকি পাব্লিশার্স এবং জোয়ারও এনেছে তাঁরা। ‘ব্যতিক্রম’ এই প্রকাশন সংস্থার নিয়মিত মাসিক পত্রিকার নাম। সম্পাদনা করেন সৌমেন ভারতীয়া, প্রকাশনার দায়িত্ব সামাল দেন পিন্টু গুপ্ত। ব্যতিক্রম মাসডো তাদেরই শাখা সংগঠন। এবারের কর্মশালার শেষে তেমন বই প্রকাশ হয় নি বটে। এ ছিল সংস্থার নবম বর্ষপূর্তি অনুষ্ঠান। তাই চারজন কৃতী ব্যক্তিত্বকে ব্যতিক্রম সম্মানে সম্মানিত করা হলো, সেই সঙ্গে ছিল নচিকেতার গান এবং জাহ্নবী চৌধুরীর একক নাচের অনুষ্ঠান। পাশাপাশি রাজ্যের কিছু কৃতী চিত্রশিল্পীর আঁকা ছবির প্রদর্শনী এবং বিক্রির ব্যবস্থা করেছিল ব্যতিক্রম। এই শিল্পীদের মধ্যে ছিলেন ননী বরপূজারী, দিপঙ্কর কর, অদিতি চক্রবর্তী, দাদুল চালিহা, চম্পক বরবরা এবং মীনাক্ষী বরগোঁহাই।
সব সময় খবর পেলেও এদের অনুষ্ঠানে যাওয়া হয়ে উঠেনা। এবারে যাওয়া হলো, তার কারণ সংযোগটি ভালো জুটে গেল। আমার গ্রীষ্মের বন্ধের শেষ হবে, মেয়ে পৌষালির শুরু হলো –এই এক সপ্তাহ পাওয়া গেল। শিলঙে গিয়ে পারিবারিক ছুটি কাটানো হলো দিন দুই। ফেরার পথে এই কর্মশালাতে মেয়ে অংশ নিল। সঙ্গে আমরা ওর মা-বাবা ফাউ হিসেবে গোটা অনুষ্ঠান উপভোগ করলাম।
আমাদের শিলং চেরাপুঞ্জী ভ্রমণের কিছু ছবি দেখা যাবে এখানেঃ