“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ৭ জানুয়ারী, ২০১৩

তিনসুকিয়াতে গণশিল্পী হেমাঙ্গ বিশ্বাস জন্মশতবার্ষিকী অনুষ্ঠান


গামী ২০ জানুয়ারি, ২০১৩ রোববার  দিনজোড়া কর্মসূচীতে তিনসুকিয়া  বিষ্ণুজ্যোতি সঙ্গীত মহাবিদ্যালয়ে উদযাপিত হবে গণশিল্পী হেমাঙ্গ বিশ্বাস জন্মশতবার্ষিকী। বিস্তৃত কার্যসূচী আমাদের  চিঠির প্রতিলিপিতে  পাবেন। নিচের ছবিগুলো ক্লিক করুন। আশা করছি আপানাদের  অংশগ্রহণে অনুষ্ঠান সর্বাঙ্গসুন্দর হয়ে উঠবে। সংক্ষেপে জানাই,১)দৃশ্যশিল্পের প্রদর্শনী এবং প্রতিযোগিতা হচ্ছে। হেমাঙ্গ বিশ্বাসের প্রতিকৃতি নির্ভর ছবি, কোলাজ বা ভাস্কর্য কর্ম বাড়িতে তৈরি করে ২০শে সকাল ১০টার আগে জমা দিলেই হলো। ২)অসমিয়াতে 'কুলখুৰাৰ চোতাল' নতুবা বাংলাতে 'শালগাছ' কবিতা আবৃত্তি প্রতিযোগিতা হবে। বয়সের বাধা নেই। ৩) এছাড়া বিকেলে থাকছে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।








কোন মন্তব্য নেই: