“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

সমুদ্র তুমি

 

   


















।। সিক্তা বিশ্বাস ।।


নীল নভতলে গভীর অতলে 
তরঙ্গিত তুমি অতলান্ত অবয়ব, 
কত প্রাণ ও জলজ উদ্ভিদের
সার তব জলজ্যান্ত বাস্তব।
বক্ষে ধরেছ অমূল্য রতনে, 
তিলে তিলে সঞ্চিত পরম যতনে, 
নিত্য নতুন আবিষ্কারী মনে
আলোড়ন অবিরত প্রতি ক্ষণে ক্ষণে... 
নীল গরিমার মহিমা যে অপার, 
পরম সৃষ্টি তুমি সৃষ্টি-কর্তার... 
বিজ্ঞানী মনের আকর্ষিত দৃষ্টি... 
মানব সভ্যতার তুমি সাক্ষ্যআধার। 
নিত্য সূর্য তোমাতে উদিত, 
দিনাবসানে তোমাতেই অস্ত, 
ভাবুক মনের তুমি গভীর ভাবনা
 সাধনায় তুমি শুধু তোমারই তুলনা...

ঝড়োমেঘ
৮ই জুন ২০২৩ইং। 

কোন মন্তব্য নেই: