“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ২৮ জুন, ২০২৩

স্বপ্ন বাতিল হয় না



অনুভূতির কাঠের দরজায়
ঘুনপোকারা বাসা বাঁধতে পারে না।
হয়তো রঙ পালটে যায়
ঘড়ির সময় মেপে
সকাল, দুপুর, রাত্রির।
সাবেকিয়ানায় একটু খামতি আসে।
তাই বলে দিনের আলোর সত্য
পৃথিবীর চলমান নিয়ম ডিঙিয়ে যায় না।
প্রতিদিনই ভোর
পাখিদের জাগিয়ে তোলে,
বেলী, জুই, শেফালী, গোলাপ
পাপড়ি মেলে।
সকাল সুবাসে
নতুন আমেজ
অনুভূতির রাস্তা হাঁটে।
ইচ্ছে হলেই
দরজায় পুরনো রং ঢেলে,
নতুন সাজে,
চৌকাঠ পেরিয়ে,
তোমার হাতে হাত রেখে
চাঁদবুড়ির গল্প শোনা যায়!


কোন মন্তব্য নেই: