।। এ এফ ইকবাল ।।
(C)Imageঃ ছবি |
যখনই লেখা হবে প্রেমের কবিতা-
হবে কি লেখা সেখানে
ক্ষুধার জ্বালায় কাতর
প্রান্তিক সেই শিশুদের কথা ?
বিবশ মা-বাবা যাদের
চেয়ে চেয়ে দেখেছে শুধু
ঝরে যেতে এক একটি শুষ্ক পাতা !
গীত হবে যেখানে যখন
মিলনের গান-
ঠাঁই পাবে-
শত পীড়া ব্যথা বেদনাবিধুরের কথা ?
ঠাঁই পাবে সেথা সেই দরিদ্র হতভাগার
মৃত পত্নীর লাশ নিয়ে কাঁধে
চলেছিল যে মাইলের পর মাইল !
চর্চা যখন হবে
বিলাসী ঐশ্বর্য
বিত্ত বৈভবের গাঁথা
আর্থিক প্রগতি সমুন্নতির হবে প্রসারণ-
মনে পড়বে সেই কৃষকের কথা-
ধার নিয়েছিল কিছু টাকা বলে
করতে হয়েছে যাকে আত্মহনন ?
মজবুর মজদুর যারা
হবে তাদের প্রতি ধ্যান-
ভদ্রজনের ভদ্র পরিবেশ
তৈরি করে দিয়েছে যারা
লাগিয়ে দিয়েছে দেয়ালে স্বচ্ছ আয়না
ভেসে কি উঠবে সেই গ্লাসে
শ্রমিকের বিবশ চাউনি ?
অবকাশ পেলে হে রাজন-
মনে করো ওই নিষ্পাপ
নিরস্ত্র শোষিতের কথা;
যাদের রক্তের লালিমা
লেগে আছে তব সিংহাসনে
যুগ যুগান্ত ধরে
যাদের লাশ পুঁতে দেয়া হয়েছে
তব সিংহাসন-তলায় !
© ইকবাল॥
২২-০৬-২০২৩।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন