“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩

প্রিয় কমরেড


 



















।। মিঠুন ভট্টাচার্য 

আমার পলাশ রাঙা ভোরের মিছিলে
তুমি পতাকা হাতে দাঁড়িয়ে
তোমার আমার যৌবন উদযাপনে।
আমার অগুন্তি ব্যর্থ প্রেমের ভাষনে
তোমার মেঘ কালো চোখ
সমুদ্র বৃষ্টি চান সেরেছে অনেক।
অম্লান রোদের ঝিলিকে
সূর্যাস্ত নামেনি,
তুমি সন্ধ্যে ভালোবাসো না বলে।
চাঁদের মায়াবী রাত
তোমায় স্বপ্নে ভাসায়।
তাই চন্দ্র সূর্য তারার আকাশ
সবুজ ধানের গায়ে হলুদ মাখায় সাদা আবহে।
আমরা আবারো নতুন ঘরে
বাসর জাগবো
হাতে হাত রেখে
উদার হৃদয়ের আলিঙ্গনে,
দৃড়চেতনার সন্ধিক্ষণে।


কোন মন্তব্য নেই: