“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

শিরোনাম


'মজলিস আক্রান্ত ভিটায়'
দৈনিকের সকালের হেডলাইন

আমাদের ঘর ভাঙা হয় নি
ভাঙা হয়নি হাড়,মন
বা হইনি উচ্ছেদ - উদ্বাস্তুও

এসবের মানে অবিধানেই থাক

আজীবন হালচষা, চৌদ্দপুরুষের ক্ষেতে
আগাছা নিড়িয়ে রোপা সুগন্ধের শস্য,
আর চোখের সামনে
রহিমার ভিটেটুকু বেদখল আজ।

আগামীকাল আরও একটা নতুন ভোর হবে
সূর্য উঠবে, ঘর ভাঙবে, আশ্রয় মিলবে
কোন এক গাছের নিচে বা 
অন্ধকার জানালাহীন, ভেন্টিলেটরহীন কোন এক ঘরে

শীতে ঘুম সবারই হয়
আমারও হয়
কারো কম্বল মোড়ে রুম হিটারে
কারো বা খোলা আকাশের নিচে।।

কোন মন্তব্য নেই: