'মজলিস আক্রান্ত ভিটায়'
দৈনিকের সকালের হেডলাইন
আমাদের ঘর ভাঙা হয় নি
ভাঙা হয়নি হাড়,মন
বা হইনি উচ্ছেদ - উদ্বাস্তুও
এসবের মানে অবিধানেই থাক
আজীবন হালচষা, চৌদ্দপুরুষের ক্ষেতে
আগাছা নিড়িয়ে রোপা সুগন্ধের শস্য,
আর চোখের সামনে
রহিমার ভিটেটুকু বেদখল আজ।
আগামীকাল আরও একটা নতুন ভোর হবে
সূর্য উঠবে, ঘর ভাঙবে, আশ্রয় মিলবে
কোন এক গাছের নিচে বা
অন্ধকার জানালাহীন, ভেন্টিলেটরহীন কোন এক ঘরে
শীতে ঘুম সবারই হয়
আমারও হয়
কারো কম্বল মোড়ে রুম হিটারে
কারো বা খোলা আকাশের নিচে।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন