যে সব সন্ধ্যায়
চাঁদের সাথে চোখাচোখি হয়,
সেই মিষ্টি আলোয়
নিজেকে খুলে দিয়ে,
দূরত্ব পেরিয়ে
নীল হতে ইচ্ছে করে।
সে রাতেরবেলা
আমি ও আমার বাড়ি
আদরে আগলে রাখে।
দিনেরবেলা গোসায়,
বিরক্ত চোখে
রোদ সকালে
আড়ি দিয়ে
বাপেরবড়ি যায়।
চাঁদ কেন রোদ ছড়িয়ে
সূর্য্যের উষ্ণতা নিয়ে
আমায় ভালোবাসে না?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন