“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

রাত ও দিনের সন্ধি

 



যে সব সন্ধ্যায়
চাঁদের সাথে চোখাচোখি হয়,
সেই মিষ্টি আলোয়
নিজেকে খুলে দিয়ে,
দূরত্ব পেরিয়ে
নীল হতে ইচ্ছে করে।
সে রাতেরবেলা
আমি ও আমার বাড়ি
আদরে আগলে রাখে।
দিনেরবেলা গোসায়,
বিরক্ত চোখে
রোদ সকালে
আড়ি দিয়ে
বাপেরবড়ি যায়।
চাঁদ কেন রোদ ছড়িয়ে
সূর্য্যের উষ্ণতা নিয়ে
আমায় ভালোবাসে না?


কোন মন্তব্য নেই: