।। মিঠুন ভট্টাচার্য ।।
(C) Image: ছবি |
ডিজিটাল ঘড়ির
দুই অঙ্কে সচল
কৃত্রিম বুদ্ধির মাকড়সা জালে
আমরা কি
পুঁজি, বিজ্ঞানের যৌথ খামারে
খাচায় বন্দী ময়না?
জমি, কাজ, মানুষের অধিকার
উদ্ভট তত্ত্বের প্রাক্তন দর্শন -
মাইক বলছে ।
সাধারণ তাগিদের উদগারে
শেষমেশ রক্তবমি।
ঘৃণার গন্ধে বাতাস যখন অপশাসিত
ঝড় উঠে আবর্জনার।
সভ্যতা ধারণ করে
ইতিহাস ঘেটে
উন্মত্ত জান্তব যুদ্ধ
সম্পর্ক না মেপে,না রেখে।
বিভক্তির চাবুকে
রাসলীলার অভিনেতা থেকে দর্শক
বিগত, বিলুপ্ত!
প্রেমের পুতুল ছিল আলাপী।
মানুষে, ধর্মে অন্ত:সত্বা
প্রেম উপজনন করেনি!
দুই অঙ্কে সচল
কৃত্রিম বুদ্ধির মাকড়সা জালে
আমরা কি
পুঁজি, বিজ্ঞানের যৌথ খামারে
খাচায় বন্দী ময়না?
জমি, কাজ, মানুষের অধিকার
উদ্ভট তত্ত্বের প্রাক্তন দর্শন -
মাইক বলছে ।
সাধারণ তাগিদের উদগারে
শেষমেশ রক্তবমি।
ঘৃণার গন্ধে বাতাস যখন অপশাসিত
ঝড় উঠে আবর্জনার।
সভ্যতা ধারণ করে
ইতিহাস ঘেটে
উন্মত্ত জান্তব যুদ্ধ
সম্পর্ক না মেপে,না রেখে।
বিভক্তির চাবুকে
রাসলীলার অভিনেতা থেকে দর্শক
বিগত, বিলুপ্ত!
প্রেমের পুতুল ছিল আলাপী।
মানুষে, ধর্মে অন্ত:সত্বা
প্রেম উপজনন করেনি!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন