“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

ক্রমাগত রক্তপাত

।। মিঠুন ভট্টাচার্য ।।
(C)Image:ছবি













রক্তধারা শুরু
আমার কৈশোর উদযাপনে।
যৌবনের আগমনী বার্তায় যেন
ব্যথা বেদনা সহ্যের প্রস্তুতি ।
তাই বলে কি
খুবলে নেবে আমায় তোমরা?
আমায় দেবে না মুক্ত বাতাস?
মুক্ত আকাশের অধিকার
কি নূপুর নিক্কণে,
মুক্ত পুঁজির বিশ্বায়নে বেঁচে
বিজ্ঞাপনে সেঁটে দেবে?
আমার পছন্দের পৃথিবী জুড়ে কি
ঘৃণা উদগিরণের গিরিখাদে
লালিত হব ললনা হয়ে?
রক্তাক্ত অভিশাপ ছড়া
শরীর মন বয়ে চলবে চিরকাল জুড়ে?
এ কেমন বিচার বিধাতার?
আমিই যদি মা দুর্গার প্রতিনিধি
তবে কেন অসুরের উল্লাস দাপাদাপি ?
আমার মুক্তির দশহাত
আমারই অন্তরের
শক্তিপুঞ্জে জাগিয়ে রেখে
অর্ধেক আকাশের চাওয়া প্রতিষ্ঠায়।
আগুন হোমে  মন্ত্র
জপে যেতে হবে আমারই।
এছাড়া শুরু কোথায়?

কোন মন্তব্য নেই: