“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২

আজব

 ।। প্রতিভা মণ্ডল দে ।।













আজব গজব পৃথিবীতে
আজব গজব ভাব।
মিলেমিশে থাকার কথায়
ভাবের যখন অভাব।
শক্তিশালী মানুষ গুলোতে
অণুজীবের প্রভাব।
করছে মানুষে মানুষে দূরত্বের ভাব।
একা একা দূরে দূরে 
থাক নাকমুখটা মুরে।
চেন নিজেকে জান নিজেকে
কে তুমি কেন এসেছ
এই  ভবেতে,
ভালো থাকার ভালো রাখ
একে অন্যকে,
থেকেও দূরে ভালোবাস
সবাই পৃথিবীতে 
এই কারণে আস।
 


কোন মন্তব্য নেই: