।। প্রতিভা মণ্ডল দে ।।
আজব গজব পৃথিবীতে
আজব গজব ভাব।
মিলেমিশে থাকার কথায়
ভাবের যখন অভাব।
শক্তিশালী মানুষ গুলোতে
অণুজীবের প্রভাব।
করছে মানুষে মানুষে দূরত্বের ভাব।
একা একা দূরে দূরে
থাক নাকমুখটা মুরে।
চেন নিজেকে জান নিজেকে
কে তুমি কেন এসেছ
এই ভবেতে,
ভালো থাকার ভালো রাখ
একে অন্যকে,
থেকেও দূরে ভালোবাস
সবাই পৃথিবীতে
এই কারণে আস।
আজব গজব ভাব।
মিলেমিশে থাকার কথায়
ভাবের যখন অভাব।
শক্তিশালী মানুষ গুলোতে
অণুজীবের প্রভাব।
করছে মানুষে মানুষে দূরত্বের ভাব।
একা একা দূরে দূরে
থাক নাকমুখটা মুরে।
চেন নিজেকে জান নিজেকে
কে তুমি কেন এসেছ
এই ভবেতে,
ভালো থাকার ভালো রাখ
একে অন্যকে,
থেকেও দূরে ভালোবাস
সবাই পৃথিবীতে
এই কারণে আস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন