“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ৬ নভেম্বর, ২০২২

হারানো পথ

(C)Image:ছবি








 || মিঠুন ভট্টাচার্য ||


রোজ গলির সামনে
আমার খুব চেনা একটি ছেলেকে দেখি
অচেনা মুখে
দাঁড়িয়ে আছে।
চোখাচোখি হয়
আটকে পড়া কথায়।
তার চোখে জ্বালামুখ ব্যথার গভীর শুনি।
ভবিষ্যৎ শঙ্কায়
আশার সেতুতে পা রেখে ঠায় দাঁড়িয়ে,
অপেক্ষায়।
কোভিড যন্ত্রণা সইতে পারেনি
আমার স্বদেশী স্বজন ক'ত!
আধমরা যত পড়ে আছে
চেনা অচেনার বৃত্তে।
ভরা সংসার নিয়ে পথে নামে
হাসির আড়ালে ছলছল চোখ আলগোছে রেখে।
ইচ্ছে করে
সমবেদনার হাসি জানাই।
পরক্ষণেই মনে হয়
ছেলেটির সহমর্মী প্রয়োজন মেটানোর ক্ষমতা আমার নেই।
আছে একটু সময়ের
মনখারাপি পোশাকি কথা।
আমি নেহাত
যাত্রাপথের সৌভাগ্য আশ্রয়ে বাড়িতে আছি
রাতের নির্ভরতায়।


কোন মন্তব্য নেই: