(C)Image:ছবি |
|| মিঠুন ভট্টাচার্য ||
রোজ গলির সামনে
আমার খুব চেনা একটি
ছেলেকে দেখি
অচেনা মুখে
দাঁড়িয়ে আছে।
চোখাচোখি হয়
আটকে পড়া কথায়।
তার চোখে জ্বালামুখ ব্যথার
গভীর শুনি।
ভবিষ্যৎ শঙ্কায়
আশার সেতুতে পা রেখে ঠায় দাঁড়িয়ে,
অপেক্ষায়।
কোভিড যন্ত্রণা সইতে
পারেনি
আমার স্বদেশী স্বজন ক'ত!
আধমরা যত পড়ে আছে
চেনা অচেনার বৃত্তে।
ভরা সংসার নিয়ে পথে নামে
হাসির আড়ালে ছলছল চোখ
আলগোছে রেখে।
ইচ্ছে করে
সমবেদনার হাসি জানাই।
পরক্ষণেই মনে হয়
ছেলেটির সহমর্মী প্রয়োজন
মেটানোর ক্ষমতা আমার নেই।
আছে একটু সময়ের
মনখারাপি পোশাকি কথা।
আমি নেহাত
যাত্রাপথের সৌভাগ্য
আশ্রয়ে বাড়িতে আছি
রাতের নির্ভরতায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন