।। মিঠুন ভট্টাচার্য।।
![]() |
| (C)Image:ছবি |
চোখের লেপটে যাওয়া কাজলে
মনের সীমানা অবসন্ন,
চিলেকোঠায় জমে থাকা মেঘে
বিকেলটা ক্লান্ত,
তখন সমুদ্রের ঢেউ আছড়ে পড়ে
প্রান্তদেশে।
কোনও কথা হয়না......
নির্বাক সন্ধ্যা নামে শরীরে।
সন্ধ্যা আরতির স্তবকে স্তবকে নিবেদন -
সকল ব্যথা, যন্ত্রণা, অপমান যত
মুছে নিয়ে যাক
অমাবস্যা রাত।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন