।। মিঠুন ভট্টাচার্য।।
পৃথিবীর পাঁজর ঠেলে ভেতরে
যেতে যেতে -
হাজার অযুত বছরের
গলিত লোহার আধানে
অবিনশ্বর চিরস্থায়ী সঞ্চয়।
উপরিভাগে পড়ে থাকা
লতা-গুল্ম , চামড়া-মাংস
ক্ষণস্থায়ী যত প্রাণ
ঘড়ির কাটার আবর্তনে
পাল্টে পাল্টে যায়।
থাকে নদী, পাহাড়, মাটি
প্রসব করে নতুন সবুজ, হলুদ,লাল
নীল পর্দা ঢাকায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন