“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ৮ আগস্ট, ২০২২

অভ্যন্তরঃ শুচি

 ।। মিঠুন ভট্টাচার্য।।

 

(C)Image:ছবি


















পৃথিবীর পাঁজর ঠেলে ভেতরে

যেতে যেতে -

হাজার অযুত বছরের

গলিত লোহার আধানে

অবিনশ্বর চিরস্থায়ী সঞ্চয়।

উপরিভাগে পড়ে থাকা

লতা-গুল্ম , চামড়া-মাংস

ক্ষণস্থায়ী যত প্রাণ 

ঘড়ির কাটার আবর্তনে

পাল্টে পাল্টে যায়।

থাকে নদী, পাহাড়, মাটি

প্রসব করে নতুন সবুজ, হলুদ,লাল

নীল পর্দা ঢাকায়।

 


কোন মন্তব্য নেই: