“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

সদ্য প্রয়াত কবি শঙ্খ ঘোষকে শ্রদ্ধাঞ্জলি

শোকাহত আর্তি 

ঝোড়োমেঘ
(সিক্তা বিশ্বাস)
২২/৪/২১ইং, 
হায়দ্রাবাদ। 

কেমন তুমি চলে গেলে বন্ধ করে কলমখানি
জেনেই গেছো ঢের দিয়েছো 
কদ্দূর নেবার ক্ষমতাখানি! 
অহং তুমি, আশা তুমি, সখ মেটাবার আদতখানি, 
তাই কি বুঝে লিখেছিলে 
'ছুটি' নামের কাব্যখানি! 
অমোঘ প্রয়াস ছিল তোমার দুর্বলেরে সবল করা, 
দুর্বার দুর্দম্য লেখায় মেরুদণ্ডহীনের মেরুদণ্ড গড়া!
কত ছিল শেখার বাকি এরই মধ্যে এমন ফাঁকি!
বাংলা-বাগান অগোছালো মালীর যে আজ বড়ই অভাব! 
কেমন তোমায় টেনে নিল কালের ডাকের অনড় স্বভাব।!
যেখানে থাকো ভালো থেকো আশীষটুকু বজায় রেখো,
বাঙালি যেন সবল থাকে বাংলা মাকে যত্নে রাখে।

বিনম্র শ্রদ্ধা 🙏🙏

কোন মন্তব্য নেই: