“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ১৭ এপ্রিল, ২০২১

সংক্ষেপের সার





 
।। সিক্তা বিশ্বাস ।।
 

দিনে দিনে কতো যে হয় শিক্ষা । সংক্ষেপই আসল দীক্ষা! সংক্ষেপই ব্যস্ত জীবনের সংরক্ষণ ও সফলতার একমাত্র উপায়। তবে এর নমুনা কুনু কুনু সময় তাজ্জব করে। 
           আজকে পুরানা পাড়ার নিমাইকাকারে নববর্ষের প্রণাম করতে গিয়া আমার সংক্ষেপের বোধোদয় হইছে! কলিংবেল টিফতেই  কাকায় দরজা খুলিয়া আমারে দেখিয়াই গুজা হইয়া মাথা নওয়াইয়া শুভ নববর্ষ,শুভ নববর্ষ কইয়া নমস্কার দেওয়া আরম্ভ করলা, আর ইতা দেখিয়া আমি তানরে  প্রণামের বদলা পাশ কাটাইয়া এক দৌড়ে কাকিমার কাছে গিয়া কইলাম, কাকার কিতা মাথাত দুষ হইছেনি গো! আমারে নইয়া নমস্কার দিরা!!
              কাকিমায় কইলা আইজ তাইন খুব ধাক্কা খাইছইন ! ভাতিজিরে নববর্ষের স্নেহাশীর্বাদ পাঠাইসলা সংক্ষিপ্ত উত্তর দেখিয়া আমারে ডাকিয়া কইন , তারার ব্যস্ততা ও সংক্ষেপে সারার কাছে খালি আমরা নায় আমরার কৃষ্টি-কালচার ও মরিয়া ভুত!!

                           **********

কোন মন্তব্য নেই: