“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯

কবিতা হায়! হায়!

।। আবু আশফাক্ব চৌধুরী ।।

(C)Image











ধুস  শালা!  কতবার তোর সাথে কেটেছি আড়ি
কতদিন করেছিস কত বাড়াবাড়ি
তারপরও কেন ফিরে আসতে চাস সেই পুরনো বাড়ি?
আমি এক দুই নয় শতবার দিয়েছি তালাক।
বুড়বক বুঝে-না কিছু রাতবিরেতে এসে ছুড়ে হাঁক।
বুঝিনা তোর নাম কে রেখেছে কবিতা ?
ভোলা ডিমে সারাদিন দিলে তা।
তোর প্রেমে নস্যাৎ বাকি সব প্রেমিকা
না চেয়েও হয়ে গেছি আমি তোর সেবিকা।

কোন মন্তব্য নেই: