(C)Image |
।। রফিক উদ্দিন লস্কর ।।
কিছু কলমে চিতার গতি
স্থান কাল বুঝে,
কিছু কলমে শুকায় মসি
রয় মাথা গুঁজে।
কিছু কলমে চিতার গতি
স্থান কাল বুঝে,
কিছু কলমে শুকায় মসি
রয় মাথা গুঁজে।
জানিনা কেন কলমগুলো
এমন মৌলবাদী!
দিন দুপুরেও ঘুমিয়ে পড়ে
হয়ে সুবিধাবাদী।
এমন মৌলবাদী!
দিন দুপুরেও ঘুমিয়ে পড়ে
হয়ে সুবিধাবাদী।
যতই দামী হোকনা কলম
রক্ত কিন্ত কালো,
শ্বেতবসনে দাগ দিয়ে যায়
তবুও সে ভালো।
রক্ত কিন্ত কালো,
শ্বেতবসনে দাগ দিয়ে যায়
তবুও সে ভালো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন