।। আবু আশফাক্ব চৌধুরী।।
আজ খুঁজে নেব তোমার মৌনতা
তোমার সুঠাম দেহে সৌন্দর্যের অবকাশ
ধীর লয়ে হাতড়ে নেব বিশাল প্রাঙ্গণ
যা আবদ্ধ ছিল নিষিদ্ধ ভূগোলে
তোমার সুঠাম দেহে সৌন্দর্যের অবকাশ
ধীর লয়ে হাতড়ে নেব বিশাল প্রাঙ্গণ
যা আবদ্ধ ছিল নিষিদ্ধ ভূগোলে
আজ একা তুমি অন্দর মহলে
নির্জন দুপুর শ্রাবণের বৃষ্টি ধারা
মাঝেমাঝে ডাহুকের ডাক
অন্তঃসত্ত্বা হবার বাসনায় উদগ্রীব দুটো চোখ
একদিকে ভয় একদিকে কামনার পাশা
মাঝখানে প্রেমের হিন্দোল খেলা করে
পাশবিক প্রবণতা অন্তরে বাহিরে
এসো কাছে আসো আরও কাছে
প্রথম পরশ দাও ভালবাসা হোক প্রেম
তুমি আমি ভেসে যাই অগাধ সমুদ্রে ।
নির্জন দুপুর শ্রাবণের বৃষ্টি ধারা
মাঝেমাঝে ডাহুকের ডাক
অন্তঃসত্ত্বা হবার বাসনায় উদগ্রীব দুটো চোখ
একদিকে ভয় একদিকে কামনার পাশা
মাঝখানে প্রেমের হিন্দোল খেলা করে
পাশবিক প্রবণতা অন্তরে বাহিরে
এসো কাছে আসো আরও কাছে
প্রথম পরশ দাও ভালবাসা হোক প্রেম
তুমি আমি ভেসে যাই অগাধ সমুদ্রে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন