“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯

অভিনব অভিযান

  ।। আবু আশফাক্ব চৌধুরী।। 
















জ খুঁজে নেব তোমার মৌনতা
তোমার সুঠাম দেহে সৌন্দর্যের অবকাশ
ধীর লয়ে  হাতড়ে নেব বিশাল প্রাঙ্গণ
যা আবদ্ধ ছিল নিষিদ্ধ ভূগোলে
আজ একা তুমি অন্দর মহলে
নির্জন দুপুর শ্রাবণের বৃষ্টি ধারা
মাঝেমাঝে ডাহুকের ডাক
অন্তঃসত্ত্বা হবার বাসনায় উদগ্রীব দুটো চোখ
একদিকে ভয় একদিকে কামনার পাশা
মাঝখানে প্রেমের হিন্দোল খেলা করে
পাশবিক প্রবণতা অন্তরে বাহিরে
এসো কাছে আসো আরও কাছে
প্রথম পরশ দাও ভালবাসা হোক প্রেম
তুমি আমি ভেসে যাই অগাধ সমুদ্রে ।

কোন মন্তব্য নেই: