“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯

ইমোজি ভালোবাসা

 
।। বিদ্যুৎ চক্রবর্তী ।।
                                                                                






কটি ইমোজি তোর থেকে পেতে
পোড়াই যে কত কাঠখড়
সে তো শুধু আমিই জানি
হৃদয়ে লাগাতার ঝড়।

তুই কি জানিস - তোর থেকে আসা
একটি ইমোজির দাম
সে তো শুধু আমিই জানি
সুখে মোড়া নীল খাম।

একটি ইমোজি তোলপাড় করে
আমার পিয়াসী মন,
একটি ইমোজি খুশিতে ভরে
আমার উদাসী ক্ষণ।

ছলকে উঠে আকুল হৃদয়
সুখ টইটম্বুর,
শোণিত ধারায় ছুটে চলে যত
ভালোবাসা ঘনঘোর।

তুই তো থাকিস গণ্ডি ভেতরে
লোক জানাজানি ভয়ে,
আমি তো প্রতিটি ক্ষণেই তোকে
ভাবি মশগুল হয়ে।

একটি ইমোজির পথ চেয়ে থাকি
অগুনতি হা-পিত্যেশে
মরেছি মরমে, জ্বলেছি শরমে
আমি তোকে ভালোবেসে।

কত যে কথার পাহাড় রচি
তোর সাথে দিনে রাতে
লোকলাজ ভয়ে চাপা পড়ে রয়
ভাবী ঘাত প্রতিঘাতে।

বিধিনিষেধের যাঁতাকলে আমি
পথ খুঁজে না পাই
ঘুরপথে তাই তোর সকাশে
ইথারে পৌঁছে যাই।

আমার যত না বলা কথা সব
তোর যে হৃদয় দোলায়
সেই বার্তাটি আসে ফিরে তোর
একটি ইমোজি ছোঁয়ায়।

এমনি করেই ভাসবো দুটিতে
পুষবো মিলন আশা
বলবে কথা এমনি ইমোজি
ভালোবাসা ভালোবাসা।

1 টি মন্তব্য:

নীলোৎপল চন্দ বলেছেন...

সামাজিক দূরত্ব বজায় রাখার সুনির্বন্ধ প্রয়াস,এই সময়ে।মন ছুয়ে গেল।