(C)Image:ছবি |
।। দেবলীনা সেনগুপ্ত।।
স্বদেশের জন্য কোন
কবিতা লেখা হল না
আসলে, লিখতে পারি না
বহু চেষ্টার পরও
স্বদেশের মানচিত্র
অস্পষ্ট হয়ে থেকে যায়
ধরাছোঁয়ার বাইরে৷
স্বভূমের ঠিকানায়
জল মাটি বিনা
শুধু শুকনো কাগজের টুকরো
হাওয়ায় ওড়ে----
ওই খন্ডিত চিহ্নসকল
সেই নাকি আমার স্বদেশ
সেই নাকি আমার স্বভূম
আমার আজন্মের লালন
আমার আমৃত্যু যাপন
কে জানে!
এখন আমি লুইতের
জল ছুঁয়ে বসব
সপ্তসিন্ধুর কোলাহল শুনব
স্রোতের বয়ে যাওয়ায়
লালনের গীতিকথায়
ও হাসনের সুরে
আঁকবো নিজআশ
মনের মতো স্বদেশ ও সহবাস
জল ছুঁয়ে বসব
সপ্তসিন্ধুর কোলাহল শুনব
স্রোতের বয়ে যাওয়ায়
লালনের গীতিকথায়
ও হাসনের সুরে
আঁকবো নিজআশ
মনের মতো স্বদেশ ও সহবাস
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন