“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ১৫ জুলাই, ২০১৫

বিপরীত


(C)Image:ছবি
























।। শিবানী দে।।
দেবালয় নয়, নয় শোবার বসার কোনো ঘর,
টয়লেট সাজিয়ে রাখে গাছের প্রথম ফোটা ফুলে !
আজব রমণী এক, কথায় কথায় তর্ক জুড়ে :
নবজাত শিশু যদি পরিত্যক্ত হয় আস্তাকুঁড়ে,
সরল কিশোরী যদি পণ্য হয় মাংসের হাটায় ,
মনুষ্যত্ব ডুবে মরে ধর্ষকামী লোল বাসনায়,
সিংহাসনে বসে থাকে বীর্যহীন অন্ধ নপুংসক,
ফুলে ফেঁপে হৃষ্টপুষ্ট ধূর্ত,চাটুকার, প্রবঞ্চক----
নয় তবে উপহার, প্রীতি শ্রদ্ধা অঞ্জলি অর্পণ,
নয় পূজা, নয় কোন শয়ন বিশ্রাম বিনোদন,
দেবালয় নয়, নয় শোওয়ার বসার কোনো ঘর,
টয়লেট সাজানো থাক বাগানের সদ্যফোটা ফুলে !

কোন মন্তব্য নেই: