“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৩

দেখা পেতে তার




।।শৈলেন দাস।।

(c) Picture: ছবি

 বহু যুগ ধরে বরাকের পাড়ে
হেঁটে চলেছি দেখা পেতে তার
জলের ঢেউ এ আধো মুছে গেছে
বালুকাবেলায় পায়ের ছাপ যার।
শারদ প্রাতে বায়ুর সাথে
ক্ষীণ কুয়াশায় ঢাকে বড়াইলের বুক
তারই ফাঁকে ফাঁকে উঁকি দিয়ে ডাকে
ব্যথিত মনে জাগায় সে সুখ।
তাই পথ হাঁটি ধীরে মানুষের ভিড়ে
খুঁজে চলি দুটি চোখ তার
অতীব গোপনে দেখি ক্ষণে ক্ষণে
মেঘের আড়ালে ভাসে মুখ যার।

কোন মন্তব্য নেই: