।।শৈলেন দাস।।
(c) Picture: ছবি |
বহু যুগ ধরে বরাকের পাড়ে
হেঁটে চলেছি দেখা পেতে তার
জলের ঢেউ এ আধো মুছে গেছে
বালুকাবেলায় পায়ের ছাপ যার।
শারদ প্রাতে বায়ুর সাথে
ক্ষীণ কুয়াশায় ঢাকে বড়াইলের বুক
তারই ফাঁকে ফাঁকে উঁকি দিয়ে ডাকে
ব্যথিত মনে জাগায় সে সুখ।
তাই পথ হাঁটি ধীরে মানুষের ভিড়ে
খুঁজে চলি দুটি চোখ তার
অতীব গোপনে দেখি ক্ষণে ক্ষণে
মেঘের আড়ালে ভাসে মুখ যার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন