“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৩

সাপ লুডো

          ।। দ্বীপতনয় ঘোষ ।।
 
(c) Picture:ছবি
















রা পথের ধারে গড়াগড়ি করে
ধুলো বালি মেখে
কানা চাল আর মোটা ভাতে
দিন কাটায় সুখে
ছেঁড়াখোঁড়া জামা পড়ে
হাত বাড়িয়ে দাঁড়ায়
ভাঙ্গা খেলনায় আনন্দ পায়
নালার জলে ঝাঁপায়।
ফুটপাথে হাত মেলে দেয়,
আধুলি পয়সা ফুটো
সবুজবাতির রং রুটে
খেলুক সাপ লুডো।
দেখে ভাবি এসব নিয়েই
আছে ওরা বেশ
মই দিয়ে ওপরে ওঠে
সাপের মুখে শেষ।

কোন মন্তব্য নেই: