“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ১৫ মে, ২০২১

আধ পেয়ালা চায়ের কবিতা


আধ পেয়ালা চায়ের সঙ্গী আমার,
নিত্যদিনের অফিস কাজের ফাঁকে
ভাগের চায়ে ছুটতো না তো তুফান
ছুটতো শুধু, গান গল্প কবিতার কথা
মাঝে মাঝে জীবন জীবিকা গরিবি কথা। 
কী করে যে মিলেই যেত সময় -
আমার দেরি হলে - সেদিনই তাঁর দেরি,
তাঁর যেদিন সকাল সকাল ছোটা
আমার সেদিন চায়ের কাপের তাড়া।
আধ কাপ চায়ের ফাঁকেই হাল হকিকৎ,
নিত্যদিনের ভালো মন্দ কথা
শিল্পী মানুষ অগাধ যে তাঁর দায়ভার
আধপেট খেয়ে বেড়ান ঘুরে ঘুরে
সাহিত্যের এক দুয়ার থেকে
হাজার দুয়ারে। দৃষ্টি থেকে উজান
ইতিহাস সব নখদর্পণে বাস।
এ নিরস পৃথিবী, ব্যস্ত চরাচর
দেয়নি কিছুই তাঁকে।
মহান বলেই অনেক কিছু
দিয়েছেন পৃথিবীকে।
নীরবেই তাই অভিমান নিয়ে বুকে
গেছেন চলে মানস চরাচরে।
আজ চোখের জলে জানাই বিদায়
হে বন্ধু, হে অগ্রজ সম আত্মীয়
আমার শিল্পী মনের যাপন বেলার সঙ্গী
থাকবে বেঁচে চিরটিকাল তুমি
মনমাঝে অবিরত।

কোন মন্তব্য নেই: