আধ পেয়ালা চায়ের সঙ্গী আমার,
নিত্যদিনের অফিস কাজের ফাঁকে
ভাগের চায়ে ছুটতো না তো তুফান
ছুটতো শুধু, গান গল্প কবিতার কথা
মাঝে মাঝে জীবন জীবিকা গরিবি কথা।
কী করে যে মিলেই যেত সময় -
আমার দেরি হলে - সেদিনই তাঁর দেরি,
তাঁর যেদিন সকাল সকাল ছোটা
আমার সেদিন চায়ের কাপের তাড়া।
আধ কাপ চায়ের ফাঁকেই হাল হকিকৎ,
নিত্যদিনের ভালো মন্দ কথা।
শিল্পী মানুষ অগাধ যে তাঁর দায়ভার
আধপেট খেয়ে বেড়ান ঘুরে ঘুরে
সাহিত্যের এক দুয়ার থেকে
হাজার দুয়ারে। দৃষ্টি থেকে উজান
ইতিহাস
সব নখদর্পণে বাস।
এ নিরস পৃথিবী, এ ব্যস্ত চরাচর
দেয়নি কিছুই তাঁকে।
মহান বলেই অনেক কিছু
দিয়েছেন পৃথিবীকে।
নীরবেই তাই অভিমান নিয়ে বুকে
গেছেন চলে মানস চরাচরে।
আজ চোখের জলে জানাই বিদায়
হে বন্ধু, হে অগ্রজ সম আত্মীয়
আমার শিল্পী মনের যাপন বেলার সঙ্গী
থাকবে বেঁচে চিরটিকাল তুমি
মনমাঝে অবিরত।
ভাগের চায়ে ছুটতো না তো তুফান
ছুটতো শুধু, গান গল্প কবিতার কথা
মাঝে মাঝে জীবন জীবিকা গরিবি কথা।
কী করে যে মিলেই যেত সময় -
আমার দেরি হলে - সেদিনই তাঁর দেরি,
আমার সেদিন চায়ের কাপের তাড়া।
আধ কাপ চায়ের ফাঁকেই হাল হকিকৎ,
আধপেট খেয়ে বেড়ান ঘুরে ঘুরে
সাহিত্যের এক দুয়ার থেকে
হাজার দুয়ারে। দৃষ্টি থেকে উজান
এ নিরস পৃথিবী, এ ব্যস্ত চরাচর
মহান বলেই অনেক কিছু
দিয়েছেন পৃথিবীকে।
নীরবেই তাই অভিমান নিয়ে বুকে
গেছেন চলে মানস চরাচরে।
আজ চোখের জলে জানাই বিদায়
হে বন্ধু, হে অগ্রজ সম আত্মীয়
থাকবে বেঁচে চিরটিকাল তুমি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন