(C) মেঘ অদিতি |
(সুশান্ত করের এই কবিতাটি বেরিয়েছিল 'আমাদের সমকাল' ,২১ জুলাই ৮৮ --সংখ্যাতে। ভালো লাগল তাই তুলে দিলামঃ সুব্রতা মজুমদার)
এটা ঠিক নয় যে
আমার সাধ্য নেই বা তেমন আকাঙ্ক্ষা ও নেই
দুটো কবিতা শুধু তোমারই জন্য লিখি ।
কিন্তু তখন , যখনই দুএকটা লাইন টেনে আনি
বুকের আগুনে আমি ছাই হয়ে উড়ি
স্বপ্ন নয় –
তোমাকে আমি কাগজে কালিতে শুধু কবিতা
লিখেই দিতে পারি।
এটা ঠিক নয় যে—
আমার সময় নেই বা তেমন আকাঙ্ক্ষা ও নেই
তোমাকে নিয়ে চাঁদের আলোয় ঘুরে আসতে
কিন্তু সেদিন ,
যেদিনই চোখ তুলে চাইনা আকাশে
একটা তারাও পড়ে না চোখে
সারাটা আকাশ জুড়ে শুধু বিদ্যুৎই খেলা করে মেঘে।
এটা ঠিক নয় যে
আমার স্বপ্ন নেই বা তেমন আকাঙ্ক্ষা ও নেই
তোমার ও দুটি হাতে নিজেকে আষ্ঠে পৃষ্ঠে বেঁধে রাখতে
কিন্তু ভয়,পাছে আমিই তোমাকে বেঁধে নিই
আর ফ্রেমের ভেতরে স্রেফ
টেবিলে সাজিয়ে রাখি ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন