“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪

এটা ঠিক নয় যে আমার স্বপ্ন নেই

(C) মেঘ অদিতি


 (সুশান্ত করের এই কবিতাটি বেরিয়েছিল  'আমাদের সমকাল' ,২১ জুলাই ৮৮ --সংখ্যাতে। ভালো লাগল তাই তুলে দিলামঃ সুব্রতা মজুমদার)













টা ঠিক নয় যে
আমার সাধ্য নেই বা তেমন আকাঙ্ক্ষা ও নেই
দুটো কবিতা শুধু তোমারই জন্য লিখি ।
কিন্তু তখন , যখনই দুএকটা লাইন টেনে আনি
বুকের আগুনে আমি ছাই হয়ে উড়ি
স্বপ্ন নয় –
তোমাকে আমি কাগজে কালিতে শুধু কবিতা
লিখেই দিতে পারি।

এটা ঠিক নয় যে—
আমার সময় নেই বা তেমন আকাঙ্ক্ষা ও নেই
তোমাকে নিয়ে চাঁদের আলোয় ঘুরে আসতে
কিন্তু সেদিন ,
যেদিনই চোখ তুলে চাইনা আকাশে
একটা তারাও পড়ে না চোখে
সারাটা আকাশ জুড়ে শুধু বিদ্যুৎই খেলা করে মেঘে।

এটা ঠিক নয় যে
আমার স্বপ্ন নেই বা তেমন আকাঙ্ক্ষা ও নেই
তোমার ও দুটি হাতে নিজেকে আষ্ঠে পৃষ্ঠে বেঁধে রাখতে
কিন্তু ভয়,পাছে আমিই তোমাকে বেঁধে নিই
আর ফ্রেমের ভেতরে স্রেফ
টেবিলে সাজিয়ে রাখি ।                

                                                                                    

কোন মন্তব্য নেই: