“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ২৩ এপ্রিল, ২০১৪

ঈশ্বরী পাটনির দেশে




(এ বছরে অসমিয়া কবিতার জন্যে সাহিত্য একাদেমি প্রাপক কবি রবীন্দ্র সরকারের এই কবিতাটি ছেপেছে ব্যতিক্রম, মার্চ, ২০১৪ সংখ্যাতে । ভালো লাগল তাই তুলে দিলাম)
(C)Image: ছবি





















ঈশ্বরী পাটনির দেশে
          সবই তিনি করে দেবেন—
আকাশ ফুঁড়ে বৃষ্টি কিংবা রোদ
আলো বাতাস, শিশুদের জন্য দুগ্ধ প্রকল্প
পার্কে মখমলের মতো ঘাস।

সবই তিনি করে দেবেন—
বড় বড় রাস্তা ঘাট, সরল গাছের সারি
টেমসের জল বইয়ে দেবেন গঙ্গায়।
কলগেটের দাঁতের মতো ঝক ঝক করবে শহর
হেসে উঠবে জঙ্গল।
বুলেটের সঙ্গে হবে ব্যালটের শুভপরিণয়।

সবই তিনি করে দেবেন—
হাড় হাভাতের জন্যে ভাতের পাহাড়
আর ডালের সাগর...
আকাশের তারা গুনে সারা রাত কাটায়
সেইসব উলিজুলি স্বপ্ন বিলাসিদের জন্য
ছবির মতো ঘর...
ঈশ্বরী পাটনির দেশে সবই তিনি করে দেবেন!


কোন মন্তব্য নেই: