“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ১২ মার্চ, ২০১৪

বসন্তস্মর

(C)ছবি
























।। অমিতাভ দেব চৌধুরী ।।

খনো এই রাতে হৃদয় জুড়ে মেঘ
বেলা যে পড়ে এল ও সখি !
আমার গান আর তোমার নিঃশ্বাস
কেউ কি শুনেছিল বলো দেখি !

যারা তা শুনেছিল সবাই চলে গেছে
এ দোলে ফাল্গুন খাঁ খাঁ তাই
পুরনো রং থেকে শব্দটুকু এনে
তোমার কথা বলেে যেতে চাই ।

যে চিঠি লিখতাম সে চিঠি কেউ আর
ভিজিয়ে দ্বিপ্রহ্‌র, লেখে না ।
অতীত তবু আজ ছায়ার মতো ঘোরে
অতীত বুঝি শুধু কান্না ?

আবার দোল এল নতুন দোল এক
শরীর আজো দেখি চমকায় ।
পুরনো বাতিদা্ন, নতুন বাতিওলা
রং তো গায়ে লাগে্‌, না ছায়ায় ?

কোন মন্তব্য নেই: