রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
অসভ্য বিবর্তন
মানুষ গোত্র বিবস্ত্র
অপমানের বর্বর ছুরিতে ।
এ্যানেস্থেশিয়া বিহীন চামড়া কেটে
জীবিত পাঠার মাংস
প্রদেশের বাজারে ঝোলানো।
লজ্জা থেকে ভয় অনেকগুন,
ব্যাথার স্থায়িত্বে
হিরোশিমা নাগাসাকির বিক্রিয়া শৃঙ্খল।
চেনার মাঝে অচেনার আত্মঘাত।
ক্ষমতার অসীম তটে
নাগরিকতা বিসর্জনে
উন্মত্ত পুরুষ জনতা
গল্প ফাঁদে।
হাজার বুলেটের রক্ত ফিনকিতে
ভেজা পূর্বাঞ্চলের মাটি
এই শরমের রক্তস্রাব
শুষে নিতে ধরিত্রী হার্ডওয়্যার বিকল।
মিঠুন ভট্টাচার্য্য
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন