“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

অশনিসংকেত !

 
              ।। আ, ফ, ম, ইকবাল॥ 
(C)Image:ছবি


 
 
 
 
 
 
 
 
 
 
 
আকাঙ্ক্ষার আকাশ অসীম,  
হরিণ অভিলাষে মত্ত জীবন  
নতুন নতুন আশা  
নতুন দৃষ্টান্ত তৈরির অনন্ত কসরত  
বাসনা বিলাস-   
আকাশ পর্যন্ত ফুলে উঠুক আমাদের পরিচয় ! 
এ কোন অদ্ভুত তন্ময়তা !

পরিপক্কতার শৃঙ্খলে জড়ানো  
সময় যত এগোচ্ছে  
দায়িত্ব আঁকড়ে ধরছে.. আস্টেপিস্টে 
শঙ্কা- কখন আদর্শ হয় ভূপাতিত   
আটকে যায় জড়তার জালে  
স্বার্থপরতা আর দাম্ভিকতার  
খোদাই করা মিছা আদলে !

ধমনী ও শিরা অবশ হয়ে আসে ক্রমশ  
তবু চলতে থাকি একই পথে 
ভাবলেশহীন নিরুদ্দেশ !

মাঝে মাঝে স্তব্ধ হয়ে পড়ে থাকি   
সমাজের ক্লেদাক্ত ভাষায়  
কথা বলতে শুরু করি..  
শঙ্কা হয়- 
হ্যাঁ, সেই আশঙ্কা- 
জানিনা কখন আদর্শ বিভক্ত হয়ে পড়ি !  
                           ০৮-০১-২০২২। 
                  হাফলং, ডিমা হাসাও।

কোন মন্তব্য নেই: