।। আ, ফ, ম, ইকবাল॥
(C)Image:ছবি |
আকাঙ্ক্ষার আকাশ অসীম,
হরিণ অভিলাষে মত্ত জীবন
নতুন নতুন আশা
নতুন দৃষ্টান্ত তৈরির অনন্ত কসরত
বাসনা বিলাস-
আকাশ পর্যন্ত ফুলে উঠুক আমাদের পরিচয় !
এ কোন অদ্ভুত তন্ময়তা !
পরিপক্কতার শৃঙ্খলে জড়ানো
সময় যত এগোচ্ছে
দায়িত্ব আঁকড়ে ধরছে.. আস্টেপিস্টে
শঙ্কা- কখন আদর্শ হয় ভূপাতিত
আটকে যায় জড়তার জালে
স্বার্থপরতা আর দাম্ভিকতার
খোদাই করা মিছা আদলে !
ধমনী ও শিরা অবশ হয়ে আসে ক্রমশ
তবু চলতে থাকি একই পথে
ভাবলেশহীন নিরুদ্দেশ !
মাঝে মাঝে স্তব্ধ হয়ে পড়ে থাকি
সমাজের ক্লেদাক্ত ভাষায়
কথা বলতে শুরু করি..
শঙ্কা হয়-
হ্যাঁ, সেই আশঙ্কা-
জানিনা কখন আদর্শ বিভক্ত হয়ে পড়ি !
০৮-০১-২০২২।
হাফলং, ডিমা হাসাও।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন