প্রিয়মুখ, আদুরে গ্রহটি হাঁটে পথ অসহায়
জন্মলগ্ন থেকে আগুন হাতে হাত রয়
সারা শরীর ছিন্নভিন্ন টেকটনিক ভয়
ভাসমান মাটিতে ভাসে মুখ অক্ষয়
নিরবচ্ছিন্ন অনিশ্চিত অনিকেত সময়।
আগুণের পিঠে বসে সেঁকে নেয় গ্রীবা
তরপর,তারপর ,কত কত চলা বাঙ্ময়
অমোঘ অস্তিত্ত্ব সংকটে ঢেকে দেয় আভা।
হঠাৎ হঠাৎ ছায়া পড়ে অভিমানী ঠোঁটে
শরীর মোচড় দেয় ঘন হয় প্রারম্ভিক মান
কম্পনে বহমান শরীর ঝটিতি দুলে ওঠে
হিমবাহ গলে যায় জলে ভরে হ্রদের উঠান
সহ্যের সীমানায় কাঁটাতার অচিরে ফোটে
মোছা যায় না শুধু জন্ম-লগ্ন-ক্ষণ ,কপাল লিখন।
২টি মন্তব্য:
দারুণ ভালো । ভাব ও ভাষা দুই ই খূব সুন্দর ।
নন্দিতা ভট্টাচার্য'র 'সনেট' ভাল লাগলো । শুধু ভালো লাগলো ব্ললে সবটা বলা হয় না, কবিতাটির শব্দ চয়ন ও সেগুলির ইঙ্গিতময়তা এবং কাব্যের ব্যঞ্জনা সমৃদ্ধ করেছে কবিতাটিকে । নন্দিতার এই কবিতাটি এবং আরো দুএকটি কবিতা যদি কবি ও ঈশান...'এর প্রতি পূর্ণ সৌজন্য প্রকাশ সহ আমার ব্লগে পোষ্ট করি - সম্মতি দেবেন ? উদ্দেশ্য আরো কিছু কাব্যপ্রেমীর কাছে কবিতাগুলি পৌছে দেওয়া । জানাবেন । শুভেচ্ছা থকলো ।
ফাল্গুনী মুখোপাধ্যায়, ডানকুনি http://www.anyanishad.blogspot.com/
একটি মন্তব্য পোস্ট করুন