“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

স্বরবর্ণ

            
              ।। রফিক উদ্দিন লস্কর ।।

(C)Image:ছবি


 
 
 
 
 
 
 
 
 
 
বাগযন্ত্রে ধাক্কা না খেয়ে যারা উচ্চারিত হয়
সেই সব বর্ণকে জানি সবাই স্বরবর্ণ কয়।
স্বরবর্ণে বারোটি (১২টি) স্বর আছে মূলতঃ 
তারই মাঝে হ্রস্ব-লি (৯)এখন অপ্রচলিত। 
'অ' থেকে 'ঔ' পর্যন্ত যে প্রচলিত এগারোটি 
তাদের দখলে এখন স্বরবর্ণের তালিকাটি।
স্বরের মাঝে হ্রস্ব, দীর্ঘ, প্লুতস্বর ও যৌগিক 
এগারোতে ৭টি আছে যেগুলো মৌলিক।
অল্প সময়ে উচ্চারণ যার অ,ই,উ এবং ঋ,
দীর্ঘ সময়ে উচ্চারণ এ,ঐ,ও,ঔ, ঊ, আ,ঈ।
বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি ৭টি আছে,
সেগুলো হলো- অ, আ, ই, উ, এ, ও, অ্যা।
'অ' হলো নিলীন ধ্বনি স্বরের মাঝে প্রথম
এগারোতে ১০টি 'কার' একটি মাত্র কম।
পূর্ণমাত্রার ৬টি স্বর আর অর্ধমাত্রার এক(১)
মাত্রাহীন ৪টি আছে শেষ চারে যে উল্লেখ। 

০১ সেপ্টেম্বর, ২০২১ ইংরাজি
নিতাইনগর, হাইলাকান্দি (আসাম-ভারত)