“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮

ভক্তিপ্রেম

            
           ।। সিক্তা বিশ্বাস ।।
                










জরা অজপা হর্ষ নিত্য দুর্বার ...
উত্তরোত্তর উদ্দীপিত এষণায় বারংবার ...
প্রজ্বলিত আলোকদ্যুতি আলোকিত মন
 
ঔদ্ধত্যে তমসাচ্ছন্ন অপহৃত রতন !!
নিবেদনে চিত্তশুদ্ধি ,বিতরণে গুণবৃদ্ধি
সংস্কারেতে সমৃদ্ধি ,আরাধনে শ্রীবৃদ্ধি ...
স্বচ্ছ-স্ফটিক আধার অবারিত আলো
 
তমোঘ্ন তমোহর
  তমিস্র কালো !!

ভজন পূজন যথা দুরূহ
  সাধন 
নিরাকারে বিমিশ্র সাকার মনন ...
ওঙ্কারেতে বিলীন তথা কালীকৃষ্ণ মন
নামাঙ্কিত ভাবভক্তি প্রেমপ্রাণাধন ....
        --------------------------

   ঝোড়োমেঘ 

কোন মন্তব্য নেই: