“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭

সিন্ডেরেলা


Image may contain: shoes
































।। অর্পিতা আচার্য ।।

প্রতিরাতে যুবতী মেয়েটি ঘুমের মধ্যে
স্বপ্ন থেকে স্বপ্নে ঘোরে । সেখানে যে 
বলনাচ আসর বসেছে -তারই মধ্যে 
গোলাপি পোশাকে তার, উন্মাদ ঘূর্ণন । 
মদ্যপ ঈশ্বর তাকে শ্যাম্পেনের অজস্র ধারায় 
স্নান করায় । রুপালী জুতার ফাঁকে 
গুঁজে দেয় জাদুকাঠি, যাতে তার 
পায়ের তলায় শোয়া সর্ষেরা 
হলদে হলদে ফুল, খালি ফুটেই চলেছে --

সার্কাসে নৃত্যরত মেয়েদের গোলাকার রিং 
কোমরে ঘুরিয়ে আর আগুনের ফুলকি খেয়ে 
সিন্ডেরেলা মেয়েটিও ফিনিক্স পাখির
মত ডানা পায় ...

ঘুমের ভেতর যত ঘুম আছে, তারও পরে 
কোঠা কোঠা ঘুম ঘুম, গোলকধাঁধাঁয় 
থাকে থাকে সাজানো স্বপ্নের ফাঁকে 
গোলাপি জামাটি আজ ম্লান শুয়ে আছে 
শুধু সেই রুপালি জুতোর থেকে এক পাটি 
হারিয়ে মেয়েটি - অবিরাম খুঁজে চলছে । 
খানাখন্দ গর্ত আর পুরীষ-প্রান্তরে 
একলা মেয়ে, এতবড় পৃথিবীতে 

খুঁজেই চলেছে !

কোন মন্তব্য নেই: