“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

সোমবার, ১৪ আগস্ট, ২০১৭

সত্তর বছর



 














।। অর্পিতা আচার্য ।।


যে কোন সময় খুন হয়ে যেতে পারে ভেবে,
আশংকায় সিঁটিয়ে থাকে বুড়ি

সম্পত্তির ভাগবাটোয়ারা নিয়ে
ছেলেরা লিপ্ত দ্বন্দ্বে
রান্নাঘর সেই কবে ভাগ হয়ে গেছে
 
 এ ওর পেছনে শানে চাপাতির ধার 
 সীমান্তের উদ্যানেও পড়শিদের নিয়ত উৎপাত 
 গরু, ছাগল, শুয়োর. মুরগী...
ঝামেলার কত না বিষয় !
কোন ছেলে পেটমোটা, কোনটার হাঁড়ি ফাটে রোদে
 
 মূলস্রোতে বক্তৃতায় পারঙ্গম কেউ,
দু একটা ছিটকে যায় প্রতিবাদী - লাশ হয়,
মেয়ে ক'টা পুড়ে মরে
 
 ভারি গয়না পরে, পান চিবোয় কয়েকটা, উল্লাসে !
বুড়ি আছে নিরন্তর পাহারায়...
সব দলই চোখে চোখে রাখে
 

অথচ যে কোন দিন খুন হয়ে যেতে পারে
এই ভয়ে প্রতিদিন...দিন গোনে বুড়ি !







কোন মন্তব্য নেই: