“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০১৫

কংক্রিটের প্রেতাত্মা

রাজেশ চন্দ্র দেবনাথ



(C)Image:ছবি




দুটি মেঘের গল্পে শুয়ে আছে কংক্রিটের প্রেতাত্মা। লাল গলি থেকে প্রচ্ছদের চর্বি খুটে নেয় জন্মান্ধ বৃক্ষ। পোস্ট-মর্ডান যজ্ঞে দু ইঞ্চি বীর্য ঢেলে দশকের ভেজা মাঠে খেলতে নামি।গুচ্ছ গুচ্ছ ঘাসের চিপসানো গলার নালি কেটে উন্মাদ পায়ে পায়ে হেটে আসে জাদুকরের বিবর্তিত ঘাম।আজো শ্মশানে আমার চিতার ঘ্রাণ নিতে ঠোঁটে ঠোঁটে ভাষা জাবর কাটছে মা কালীর সংসার।

কোন মন্তব্য নেই: