“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

শনিবার, ১৫ আগস্ট, ২০১৫

১৫ই আগষ্ট


















।। মনোজিৎ দত্ত।।

১)
কটা উঠোন - একটা থালা - 
এখন একটা কাঁটাতার
যেখানে স্বপ্ন শুকোয় তোর
আর আমার স্বাধীনতা ...


২)
এক শ্বাসে নিভাতে হবে
ঊনসত্তুরটা মোমবাতি

তুই পারবি না জানি
ওরা কজন নিভিয়ে দেবে ...


৩)
কিছু স্বরবর্ণে আঁতকে উঠি
কত গাছ আজ আগাছা
এমনি করেই কত মানুষ অমানুষ
তবুও স্বদেশ - তবুও স্বাধীনতা


৪)
তুই কোমায় না ঘুমে?
আজ তোর জন্মদিন
উঠ্‌ - তোর কোলে মাথা রেখে
আমি জোছনার শব্দ শুনবো


5)
হাতেই ছিল স্বাদশীনতার চকলেট 
ছোঁ মেরে চিলটা এখন কাঁটাতারে   
গলা শুকিয়ে গেলে জল খায়

প্রতিচ্ছবির বুকে 

কোন মন্তব্য নেই: