“...ঝড়ের মুকুট পরে ত্রিশূণ্যে দাঁড়িয়ে আছে, দেখো ,স্বাধীন দেশের এক পরাধীন কবি,---তার পায়ের তলায় নেই মাটি হাতে কিছু প্রত্ন শষ্য, নাভিমূলে মহাবোধী অরণ্যের বীজ...তাকে একটু মাটি দাও, হে স্বদেশ, হে মানুষ, হে ন্যাস্ত –শাসন!—সামান্য মাটির ছোঁয়া পেলে তারও হাতে ধরা দিত অনন্ত সময়; হেমশষ্যের প্রাচীর ছুঁয়ে জ্বলে উঠত নভোনীল ফুলের মশাল!” ০কবি ঊর্ধ্বেন্দু দাশ ০

মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০১৫

প্রতিষ্ঠা

সেদিন প্রথম প্রেমের রাত
বিষথলি থাকলে হয়তো
কালনাগিনী মানতোইনা মনসার প্রস্তাব
মানুষ ছাড়া প্রেমের কোনো শত্রু হয়না
অত:পর
কালনাগিনী লক্ষীন্দরের বাসরঘরে
নির্বিষ সাপ - নামটাই শুধু বিষধর
তবেকি মৃত্যুর ভান করেছিল লক্ষীন্দর
বেহুলার প্রেম পরীক্ষায়
বেহুলা পাশ করলো
সফল মনসার ব্লুপ্রিন্ট
অবজ্ঞায় হোক
তবুও এমনি ভাবেই সরিসৃপ শীতলতায়
আধিপত্যের প্রতিষ্ঠা যুগ - যুগান্তরে ...

কোন মন্তব্য নেই: